জেলা শিল্পকলা একাডেমির যথাযথ পরিচালনার দায়িত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র অনুযায়ী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির অনুমোদন সাপেক্ষে গঠিত একটি কার্য নির্বাহী কমিটির উপর ন্যাস্ত থাকবে। কার্য নির্বাহী কমিটিতে ১৫ জন সদস্য থাকবে। কার্য নির্বাহী কমিটি : সভাপতি (পদবধিকারবলে জেলা প্রশাসক) --> সহ-সভাপতি --> সাধারণ সম্পাদক/সদস্য সচিব --> যুগ্ম সম্পাদক --> কোষাধ্যক্ষ --> সাধারণ সদস্য।
দাপ্তরিক কাঠামো –
জেলা কালচারাল অফিসার --> অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর --> সাউন্ড অপারেটর --> লাইট অপারেটর --> এমএলএসএস --> নৈশ প্রহরী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস